বাঙালির নববর্ষ —৯
বিদায় জানাই পুরাতনকে
মুক্তি দাশ
বিদায় জানাই পুরাতনকে
চৈত্রশেষে গাজনে,
উঠল বেজে বিদায়-বাঁশি -
সুরের কারুকাজও নেই!
নেব এবার বরণ করে
নতুন বছর - আড়ম্বরে!
সব্বাইকে শুভেচ্ছা তাই,
প্রীতি স্নেহভাজনে।
হালখাতা আর মন্ডা-মিঠাই
এই তো নববর্ষ -
ক'দিন পরেই বুঝবে ঠ্যালা,
একটুখানি তর সও!
দেশটা ভরা 'করাপশন'-এ
বুঝছে মানুষ ক্ষণে ক্ষণে,
দুঃখ তাদের চির দোসর
আনন্দটা 'ফর শো'!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন