বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ -১৯ ।। বৈশাখ বাতাস — তন্দ্রা ভট্টাচার্য্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


বাঙালির নববর্ষ -১৯


বৈশাখ বাতাস

তন্দ্রা ভট্টাচার্য্য 

হাতের তালুতে জিভের ছন্দপতন 
আমার অক্ষর নাইবা হলো তোমার মনের মতন
তবুও লিখি নিন্দিত মন্ত্রের তাপমান 
সহস্রাব্দের  সংস্রব ছেড়ে বুলবুলি গায় নির্জনে।
এখানে বাতাস পথশিশুর মতো অবহেলিত 
খেলা খেলে যায়।
এ বৃহৎ অরণ‍্যে আমরা  কেবল বিস্ময় বেচে যাই।
পুরাতন উৎসবের অঙ্গে আবার এলো 
প্রথম বৈশাখী দিন। 
সব ফুলের নাম জানা নেই, ফুলকে চিনতে সজাগ  চোখে তাকিয়ে থাকে অবুঝ প্রণয়।
ছন্দপতনের দ্বন্দ্ব সুখে  বৈশাখী ঝড় উঠুক, 
আমি একলা পথিক আম বনেরই পথে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন