মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ —১৮।। নববর্ষ — ভবানীশংকর চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বাঙালির নববর্ষ —১৮


নববর্ষ

ভবানীশংকর চক্রবর্তী 

কালের নিয়মে আসে দিন
আসে রাত্রি
ফিরে যায় ফের মহাকালেরই  মহাফেজখানায়
এবারেও নববর্ষ এসেছে দুয়ারে
সমাজ বাস্তবের অনিঃশেষ আবর্জনা নিয়ে 
কোথায়  ফেলবো এত জঞ্জাল!
কে করবে তার ক্লান্তি মোচন! 

এসো
আমাদের নান্দনিক ভালোবাসা দিয়ে তার শুশ্রুষা করি 
একটি প্রোজ্জ্বল বছরের জন্য।

1 টি মন্তব্য: