বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ —২০ নববর্ষ — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বাঙালির নববর্ষ —২০


নববর্ষ

জয়শ্রী সরকার


ভোরের আজান শুরু, পাখিদের কলরব 
অন্ধকার ভেদ করে নতুন সূর্যোদয়...
পাতাঝরা নেড়া গাছে সবুজের সমারোহ, 
মাঠে মাঠে অনন্ত গালিচা --- মৌ-বনে মায়াবি মহুয়ার দল    
নেচে যায় হেসে যায় গেয়ে যায় প্রাণ খুলে 
মেঠো সুরে সাঁওতালি সুখী পরিবার — নবান্ন এলো বুঝি !
"আনন্দ ধারা বহিছে ভুবনে... !"

সময়ের শূন্যোদ্যান পেরিয়ে শিলান্যাস হতে চলেছে
আরও একটা নতুন বছরের ! বাঙালির নববর্ষ !
নতুন পোশাক, হালখাতা, মিষ্টিমুখ — সঙ্গে রবীন্দ্রনাথ !
কত প্রস্তুতি, ঢাক-ঢোল — মিডিয়ার আলোড়ন
প্রতিশ্রুতির ফুলঝুরি, কথামৃত আর হিতোপদেশ । তবু,
কোথায় যেন একটা ফাঁক থেকে গেছে ক্ষুধা আর উদ্বৃত্তের মেলবন্ধনে; 
তাই, নতুন বছরের শুভ লগ্নে সমুদ্র-সবুজ ধ্যানে প্রার্থনা করি, 
আর কোনো জনযুদ্ধ নয়, মনযুদ্ধ নয়, নয় কোনো রক্তপাত !
সোসালিজম্-অ্যানার্কিজম্-অ্যানিহিলিজম্ বুঝি না কিছু,
বুঝি শুধু মানব-উত্থান।
আস্ত একটা মানবিক পৃথিবী দেখতে চাই চলমান জীবন্ত মর্গে—
প্রত্যয়ী কন্ঠে নিঃসীম আকুতি ধ্বনিত হোক,
'নব আনন্দে জাগো...!'

1 টি মন্তব্য: