লেবেল

বুধবার, ২২ মার্চ, ২০২৩

লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত :শ্রদ্ধা ও স্মরণে — গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —১ । ভালোবাসার শেষ আশ্রয় — সুধাংশুরঞ্জন সাহা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত :শ্রদ্ধা ও স্মরণে 


গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —১




ভালোবাসার শেষ আশ্রয়

সুধাংশুরঞ্জন সাহা

সন্দীপ দত্ত-র সঙ্গে আমার পরিচয় সেই আটের দশেকের শেষদিকে।
একসময় আমার অফিস আর সন্দীপদার স্কুল ছিল পাশাপাশি।
প্রায় রোজই সাক্ষাৎ হোত আমাদের পাতিরাম, কফিহাউস কিংবা লাইব্রেরিতে।কিছুদিন বাদে লাইব্রেরিতে গেলেই বলতেন,
'বই দেয়া ছাড়া সুধাংশু আর আসে না আজকাল!'
করোনাকালে দীর্ঘদিন দেখা হয়নি।শেষ লিটল ম্যাগাজিন মেলায় আক্ষেপ করে বলেছিলেন,
'বাংলা আকাদেমি লিটল ম্যাগাজিন লাইব্রেরিকেআমন্ত্রণ জানায় না আর,অথচ এই মেলার প্রথম প্রস্তাবক ছিলাম আমি।
এবার তাই নিজে আবেদন করে এলাম।'এছাড়া কত ক্ষোভের, অপমানের কথা বলতেন।প্রতিবছরই জন্মদিনে পোস্টকার্ড পাঠাতেন আমাকে।লিটল ম্যাগাজিন নিয়ে তাঁর গর্বের শেষ ছিল না।
লিটল ম্যাগাজিন ছিল তাঁর ভালোবাসার শেষ আশ্রয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন