লেবেল

মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

অণুগল্পে বসন্ত —১৫।। কস্তুরী — অলক্তিকা চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অণুগল্পে বসন্ত —১৫



কস্তুরী

 অলক্তিকা চক্রবর্তী

 হাওয়ায় পালক ভাসিয়ে সে ছোটে ,....আরে কোথায় গেল সে, তার মৃগনয়না?।মনীষের স্কুলের ক্যাম্পের পাশেই মৃগনয়নার বাড়ি। এবং এবারের শীতে মনীষের বাৎসরিক শরীরচর্চা মাথায় উঠেছে মৃগনয়নাকে (চোখদুটো অদ্ভুত বলে ও এই নামটা দিয়েছে)দেখে। এখন মনীষের  মনপ্রাণ জুড়েই সেই কস্তুরী সুবাস।

আজ ভোরবেলা হাঁটতে বেরিয়েছে মনীষ, দৈনন্দিন শরীর চর্চায়  তেমন মন নেই --জঙ্গলের নরম ভোরাই সুবাস তার নাকে,  আর ঠিক তখনই মৃগনয়নাকে দেখতে পায়  ,  ঝুঁকে কী যেন করছে। মনীষ মরিয়া আজ কথা বলবেই ।কাছে যেতেই  মৃগনয়না ঘুরে দাঁড়িয়ে  হঠাৎ ছুট ছুট...। এলোপাতাড়ি ছুটতে গিয়ে পড়েই যাচ্ছিল সে  মনীষ  ধরে ফেলে। বলে, কেন এমন করে ছুটছিলে ? আশ্চর্য মৃগনয়নার চোখের তারাদুটো কেমন নিষ্প্রভ! কোনমতে বলে , আমার লাঠিটা ...কোথায় যে গেল। মনীশ দেখে দূরে ছিটকে পড়ে আছে সেই বিশেষ ধরনের স্টিক।যা কেবলমাত্র প্রতিবন্ধীরাই ...তবে কী..

মনীষের বুকের  সবটুকু কস্তুরী সুবাস যেন উড়ে যায় অনেক হাতড়েও  আর  খুঁজে পায় না । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন