লেবেল

সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২২ ।। বাংলা আমার প্রাণের ভাষা — অশোক ব্যানার্জী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২২



বাংলা আমার প্রাণের ভাষা

অশোক ব্যানার্জী


আজকে আমার চেতনা জুড়ে

একুশে ফেব্রুয়ারি !

ধমনীতে সেই রক্তের তেজ

আজও কি ভুলতে পারি ?

আমি বাঙালি, বাংলাভাষা

মায়ের সেখানো বুলি

পৃথিবীর সব ভাষা জানলেও

এ ভাষা কি করে ভুলি !

ভাষা দিবসে আজকে ওড়াই

বাংলা ভাষার ফানুস

গর্ব আমার বাঙালি বলে

আমি বাংলার মানুষ ।

ওপার বাংলায় জন্ম আমার

তখনও অবিভক্ত

যখন এলাম এই বাংলায়,

এই বাংলারও ভক্ত !

বাংলা আমার হৃদয় জুড়ে

বাংলায় কথা কই

বাংলায় লিখি কবিতা, আমি

বাংলায় পড়ি বই ।

বাংলা আমার গর্বের ভাষা

আমার মনে প্রাণে

জড়িয়ে রয়েছে বাংলার ছবি,

বাংলার গানে গানে

ঢেউ খেলে গেছে জগৎ জুড়ে,

রবীন্দ্র গীতি হয়ে

সেই গান গেছে পৃথিবী ব্যাপী

সবার প্রাণে রয়ে !

এই ভাষাতেই রবীন্দ্রনাথ

নজরুল, জীবনানন্দ

লিখেছেন কত কবিতা, গান

সুখ দুঃখ আনন্দ

পেয়েছি কত যে সে সব লেখায়,

ভরে গেছে মন প্রাণ

তাদের ভাব তাদের ভাবনা

এই ভাষারই তো দান !

আজকের এই ভাষা দিবসে

আবার স্মরণ করি

আগুন ঝরানো সেই দিনটাকে

কখনো ভুলতে পারি ?

একুশ আমার গর্বের দিন

বিশ্বের দরবারে

এ ভাষা আমার প্রাণের ভাষা

জানিয়েছি চিৎকারে !

1 টি মন্তব্য: