লেবেল

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৩ । সে এখনও জেগে আছে - দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৩



সে এখনও জেগে আছে 

দীপক বেরা 



সেদিন তোমরা অনেক কষ্টে, শেষমেষ
রক্তের বিনিময়ে পাথরটা সরিয়েছিলে
মায়ের ভাষা নিজেদের দখলে রেখেছিলে
সে আজ অনেক দিনের কথা... 
বছর ঘুরতে ঘুরতে পাথরে শ্যাওলা জমেছে
কত কিছুই অচেনা লাগে আজকাল 
বিশ্বাসের চোখ পিটপিট করে 
রোদের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে কুয়াশা 
অভিমানী বর্ণমালা দিশেহারা ঠিকানার সন্ধানে
কে আর তার খবর রাখে,.. শুধু 
ইতিহাসের পাতা থেকে ধার করে জেনেছি 
সেদিনের সেই 'একুশে ফেব্রুয়ারি'র কথা 
কিছু বাতিলযোগ্য দিনের ভিতর হঠাৎ করেই 
যেন তার সাথে দেখা হয়ে যায় আমাদের
অন্তরীক্ষে দাঁড়িয়ে ওই তো ওরা হাসে
রফিক বরকত সালাম জব্বার ভাইয়েরা

সময়ের শেষ হতে কিছু বাকি আছে আরও.. 
এখনও তাকে পাবে পাহাড়ে অরণ্যে নদীতে
আকাশে বাতাসে মাঝিমাল্লার ভাটিয়ালি সুরে
বিন্নি ধানের মাঠ, ক্ষেত-ফলন, আদি ও অনাথ 
তাদের মুখে এখনও খুচরো বাজছে সে...
তবু, —জনারণ্যের ভিড়ে কলকোলাহলে দেখি
ইন্টারনেট, গ্লোবালাইজেশনের সিঁদুরে মেঘ
আসন্ন পশ্চিমী ঝড়ে হারিয়ে যাওয়ার আগে
এসো আজ সবাই মিলে— 
তাকে জাপটে ধরি, আগলে রাখি বুকে 
আমাদের শিমুল ভাষা, পলাশ রাঙা মাতৃভাষা
চৈত্রের মহাপ্রস্থানেও সে এখনও জেগে আছে..! 

৫টি মন্তব্য:

  1. প্রকৃত ভালবাসা ও শ্রদ্ধাঞ্জলী নিবেদিত হয়েছে ভাষার প্রতি।বাহুল্যবর্জিত সুন্দর কবিতা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আন্তরিক শ্রদ্ধা ও অনেক ভালোবাসা জানালাম, দাদা। ভালো থাকবেন সতত.. ❤️🙏

      মুছুন
  2. উত্তরগুলি
    1. আন্তরিক ভালোবাসা ও অশেষ শুভ কামনা, প্রিয় কবি ভাই। খুব ভালো থেকো সবসময়.. ❤️💖

      মুছুন
  3. আন্তরিক শ্রদ্ধা ও অনেক ভালোবাসা জানালাম, দাদা। ভালো থাকবেন সতত.. ❤️🙏

    উত্তরমুছুন