স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -২
নমামী বীর সন্নাসী বিবেকানন্দ
কৌশিক চট্টোপাধ্যায়
অনন্ত এক বিস্ময়ের মতো
তুমি আজো আমাদের হৃদয় জুড়ে
আজো তোমার চেতনার উত্তাপে
আমাদের মনন আধুনিক হয়
যদি হতে শুধুমাত্র এক বাণী প্রচারক
তোমাকে শুনতাম বিস্ময় ভরে !
কিন্তু অস্থির সময়কালে দিশা হয়ে দেখাও পথ ,
এক সাগর থেকে সাত সাগরে চলো নিয়ে,
যুগপুরুষ হে বীর সন্নাসী
আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দ ।
কি অসাধারণ সহজীয়ায় ভাঙ্গো তুমি চারিদিক
অত্যাশ্চর্য এক মানবিক মিনার গড়বে বলে,
আমাদের সযতনে করো নাগরিক ।
তুমি নক্ষত্র
তোমাকে ধুয়ে দেবো অতিলৌকিক জলে
তোমাকে মেপে নেবো কবিতায়
সে বাসনা রাখি না মনে ।
এখন এই যে সময় চলেছে
যখন খোলামকুচির মতো ভাঙ্গছে মনন ,
তখন দৃষ্টিবিভ্রমের আলো হও তুমি
চেতনার কান্ডারী বিবেকানন্দ
সুষুপ্তির কারাগার ভেঙেচুরে দিয়ে
উন্মুক্ত প্রান্তরে নিয়ে আসো তুমি ।
চেতনার চিরপৌষ স্বামী বিবেকানন্দ
আলো ঝলমলে মিঠেকড়া রোদ্দুর
আজো তোমার জন্যই উত্তাল হই
বুকের স্পন্দন থেকে উঠে আসে
এক গভীর আত্মবিশ্বাস আর মন্দ্রিত উচ্চারণ
"হে বীর সন্নাসী লহো আমার সবটুকু
চেতন , অচেতন, অবচেতন মিলে
সবটুকু স্বত্ত্বা মিলে মনের গহীন থেকে বলি
"নমামি স্বামী বিবেকানন্দ , নমামি তোমাকে নমামি।"
🙏লেখা আহ্বান🙏
এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত শ্রেষ্ঠ লেখাটি আজই পাঠিয়েদিন এই মেলে-
ankurishapatrika@gmail. com
আপনার এই লেখাটি অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত হবে সম্মানের সাথে।

সুন্দর
উত্তরমুছুন