স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -৮
বিবেক বাণী
অশোক ব্যানার্জী
হাজার সূর্যের তেজে বলিয়ান
অভিনব এক ছেলে
১২ জানুয়ারি জন্ম তার
ডাক নাম ছিল বিলে।
বড় হয়ে যিনি "বিবেকানন্দ"!
বিবেকের বাণী তার-
"মানুষেরই মাঝে ঈশ্বর খোঁজো
নেই সংশয় আর।
নিপিড়িত যত মানুষ জন
তাদেরই সেবা করে
মনের খুশিতে পরমানন্দে
ঈশ্বর আনো ঘরে ।"
যারা ছোটো আছ বড় হয়ে যদি
বিবেকানন্দ পড়
বুঝতে পারবে দর্শন শাস্ত্রে
কতটা ছিলেন দড় !
চিকাগোর সেই ধর্ম সভায়
তার বক্তব্যের সার
সেই দর্শন ইতিপূর্বে
কেউ শোনেনি তো আর ।
কত বড় কথা অতি সহজেই
ব্যাখ্যা করে দিয়ে
ধর্ম যে নয় কুয়োর ব্যাঙ
দিলেন তা' বুঝিয়ে ।
তার দর্শন সাম্যবাদের,
নিপিড়িত মানুষ জনের
সাথে থেকে কিছু ভালো করা গেলে
সে সেবাই ঈশ্বরের !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন