লেবেল

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

জীবনবোধের কবিতা -৩৭।। জীবন তো নয়... প্রদীপ্ত সামন্ত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




জীবনবোধের কবিতা -৩৭



জীবন তো নয়... 

প্রদীপ্ত সামন্ত


জীবন তো নয় আস্ত নদী 

ভাঙছে গড়ছে নিরবধি -- 

তার উপরেই আকাশখানা 

উদার এমন যায় না চেনা । 


পাহাড়ের তো বিশাল বপু 

বদমেজাজি হাজার রিপু,

সমুদ্র তো হেঁকেই খালাস 

ঢেউ আসলে ছুটেই পালাস । 


অরণ্যানি গাছের সভায়... 

কেটেও তবু রাখছে না দায়। 

পক্ষীকুলের কিচির মিচির

সকাল ঘাসে বিন্দু শিশির ।


পশুর আছে অনেক জ্বালা 

কেউ বা হিংস্র; ভোলে ভালা, 

কীটপতঙ্গ ও পোকামাকড় 

বৃক্ষ লতার গভীরে শেকড়। 


জন্তু-জানোয়ার দস্যি দানব 

দেহেই যে বাস জানুক মানব ,

- প্রকৃতিরই এই খেলাই মধুর 

কলকাঠি সব ব্যাটা যদুর ।


           

1 টি মন্তব্য: