আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়য়ক কবিতা -১
একুশে ফেব্রুয়ারি
সমর আচার্য্য
সময় বয়ে যায় নদীর স্রোতের ন্যায়
আবার একুশে ফেব্রুয়ারি দুয়ারে দাঁড়ায়
রক্তে রাঙা এই দিনে কত শত বঙ্গসন্তান
মাতৃ ভাষার মান রাখতে করল রক্ত দান ।
বাংলা যে আমার মায়ের ভাষা
আমার তোমার প্রাণের আশা
এই ভাষাতেই প্রথম কথা বলা
জড়িয়ে ধরে আমার মায়ের গলা।
বাংলা ভাষার রাখতে মান, বরকত
জব্বর, রফিকুর, সফিকুল্লা, সালাম
বন্দুকের নলের সামনে বাড়িয়ে বুক
উজ্জ্বল করলো বাংলা মায়ের মুখ।
ভাইয়ের রক্তে রাঙানো সেই দিন
আমরা কি ভুলতে পারি কোনদিন
তারা যে আমারই মায়ের সন্তান
তোমার আমার সবার আপনজন।
বাংলা ভাষা আমার মায়ের ভাষা
আমার গরব আমার সকল আশা
দুনিয়ায় সে সবার সেরার সেরা
সুললিত ছন্দে অপরূপ মনোহরা।
ভাষা দিবসের শহীদ অমর বঙ্গসন্তান
ভুলবে না বাঙালি একুশের জীবন দান
অমর একুশ রইবে বাঙালির মনে
শহীদদের প্রতি গর্বে,শ্রদ্ধায় স্মরণে।
*লেখা আহ্বান🙏🙏লেখা আহ্বান🙏🏻*
**পাঠকের আপনজন অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা**
।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
তাই ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে এই বিষয়ক কবিতা অঙ্কুরীশা ই ম্যাগাজিনে প্রকাশিত হবে শুধু কবিতায়... প্রতিদিন বিভাগে " আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস বিষয়ক কবিতা " তাই এই সংখ্যায় আপনার সেরা লেখাটি মেল বডিতে টাইপ করে পাঠিয়ে দিন।
*ankurishapatrika@gmail.com* এই ইমেলে।
✍🏻আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখাটি মেল বডিতে টাইপ করে (অভ্র/ ইউনিকোড) পাঠাবেন।
✍🏻কোনো রকম ছবি গ্রহণযোগ্য হবে না।
🙏🏻 অঙ্কুরীশা-র প্রতিদিন বিভাগে মাতৃ ভাষা দিবস বিষয়ক কবিতা ... ১লা ফেব্রুয়ারি ২০২৩ থেকে ২৮ শে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত প্রকাশিত হবে।
✍🏾 —আপনি আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠাবেন।
✍🏾 আপনার সেরা এই লেখাটি অঙ্কুরীশা পত্রিকায় সম্মানের সাথে প্রকাশিত হবে।
ধন্যবাদ
সবাই ভালো থাকুন।
নমস্কার।
সম্পাদক, অঙ্কুরীশা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন