স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -৭
বিবেকানন্দচোখ
গৌতম রায়
সারা পৃথিবী জুড়ে একটা চোখের সন্ধান বিবেকানন্দচোখ
এমন দৃষ্টিপাতের মেহনে শুধু আবেশ নয়,
ঘুম নেই কতকাল
জাগরণ ! পুনঃজাগরণ !
ভিজে যাই , ভিজে যাই
সূর্যকুণ্ডের পর চলন চলন
এ নদীদৃষ্টিতে লেগে থাকে মানুষী পড়োশি পরশ
তাই এতো নদীকল্যাণ সম্বোধন।
ভারতমহাসাগর মহাতীর্থের পর
চার মেঘের পুনরুত্থান–
এমন পৃষ্ঠটানে বৃষ্টিপাতে হিমালয়ও
নিজেকে চূর্ণ করে সহস্র লক্ষবার।
এসো দৃষ্টি এসো প্রেম এসো কল্যাণ
পৃথিবীত্বে পায়ে পায়ে এগিয়ে যাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন