মানবতাবাদী কবিতা -৩২
তিতিক্ষা
তন্দ্রা ভট্টাচার্য্য
দু একটি দাঁতে এনামেল উঠে গেছে জানি,
তবু আত্মনিয়ন্ত্রনের তিতিক্ষায় আমি সুখ পাখি আঁকি।
তুমি কবোষ্ণ সুখে পালক ছোঁয়া মন রাখো।
দামাস্কাসের পেস্তা মেশানো দুধের আইসক্রিমের
সুখে আমি নবান্নের গান গাই।
হেমন্তকালে পিচ রাস্তায় ধান শুকোতে দিচ্ছিলাম,
তখনই গলায় রঙিন বেল্ট পরা কুকুরটার,
চোখে দেখলাম একটা কাতর অন্বেষণ।
আবারও একদিন দেখলাম ওকে, ওর তোলপাড় বুকের রক্তক্ষরণ।
প্রভুভক্তের দু চোখে মানবিক ইতিহাস পরিক্রমা।
নতুন সারমেয়কে মালিক প্রশিক্ষণ দিচ্ছে দুরন্ত উৎসাহে।
কিন্তু সেই শিশু সারমেয় টি আপনজন কে খুঁজতে খুঁজতে
আবিষ্কার করেছে অনেক অজানা পথ।
চিনে ফেলেছে মানুষের অমানবিক ইতিহাস কে।

বাহ্! খুব সুন্দর।
উত্তরমুছুনএকটা নতুন স্বাদ।
উত্তরমুছুনKhub sundor
উত্তরমুছুন