লেবেল

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা —২৫ ।। স্বপ্ন —অর্ণব মিত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



মানবতাবাদী কবিতা —২৫



স্বপ্ন

অর্ণব মিত্র

 

স্বপ্ন দেখি

     ইউক্রেনে-রাশিয়ায়, একদিন যুদ্ধ থেমে যাবে

     খেলবে শিশুরা পথে-পথে, উড়বে মুক্ত পায়রা নীল আকাশে।

স্বপ্ন দেখি

     ইরানে, বোরখা না পরার অপরাধে

     বন্দী হবে না কেউ -

     মরবেনা আর কোনো নিরপরাধ কিশোরী।

স্বপ্ন দেখি

     আফগানিস্থানে, মেয়েরা- পাবে স্বাধীনতা,

     রাস্তায়, পার্কে, অনুষ্ঠানে তাঁরাও

     উজ্জলতা ছড়াবে।

স্বপ্ন দেখি

     আমেরিকায়, কেড়ে নেবেনা কেউ

     কোনো প্রবীণ লেখকের

     দৃষ্টি ও দৃঢ় হাতে লেখার শক্তি।

 

 

স্বপ্ন দেখি

      ভারতে, ধর্মের নামে হবে না বিভেদ

      মন্দিরের প্রসাদ পাবে দলিত কিশোর ছেলে

      সবাই হবে সমান,

      ছড়িয়ে পড়বে শিশুর হাসি আকাশে বাতাসে।

২টি মন্তব্য: