মানবতাবাদী কবিতা —২১
গাই মানবতার গান
দীনেশ সরকার
সুস্থ ভাবে বাঁচতে গেলে মানবতা চাই
মানবতার মুখোশধারীর সংখ্যা তো কম নাই ।
পশুর মতো সমাজ জীবন মানবতাহীন
অমানবিক উল্লাসেতে নাচে তা ধিন্ ধিন্।
যে সমাজে আছো তুমি সে যে স্বর্গভূমি
মানবতা দিয়ে তারে আগলে রাখো তুমি ।
রামকে রক্ত দিতে রহিম আসে ঠিক এগিয়ে
রাম-রহিমে কিসের বিভেদ, দ্বন্দ্ব কিবা নিয়ে?
আল্লা-খোদা, গড, ভগবান, যে নামে যে ডাকে
পরম পুরুষ সমান ভাবেই আশিস বিলোন তাকে।
মন্দির-মসজিদ, মঠ আর চার্চে কোনোই প্রভেদ নাই
মানবতার আলিঙ্গনে বাঁধতে সবাই চাই।
তোমার আমার রক্তের রঙ তো একই রকম লাল
কেন তবে পেতে রাখো বিভেদের বেড়াজাল?
এসো বন্ধু, একসাথে গাই মানবতার গান
মানব ধর্মই সবার ধর্ম, সেই ধর্মই মহান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন