বসন্ত এসে গেছে -২৭
অশোক রায়
১.
পলাশের যুদ্ধ
বসন্ত এত লালে সাজানো কেন
পলাশ কৃষ্ণচুড়া ইউক্রেনের বরফ
চোখের জল শুকিয়ে লাল
আনন্দ কেন এত কান্না ঘন
কোয়েল দোয়েল শালিখের গানে
ভালবাসা দেশমাতাকে আঁকড়ে রেখেছে
রুশি গুহায় বিচ্ছিন্ন হৃদয়ের লাব ডুব
বসন্ত ছিনিয়ে নিয়েছে যত জাগতিক সুখ
সৌন্দর্যের রাজপ্রাসাদ আর্তের চিৎকার
হায় বসন্ত কেন তোমার এ রক্ত সাজ....
২.
ফাগুন - সারা
একটু বসন্ত কিনেছি অতিকষ্টে
রাসবাড়িতে পূর্ণিমা রং ফোয়ারা
কোকিলের কণ্ঠে বনপলাশির গান
হৃদয়ের রাগ শুনে আড় ভাঙে গ্ল্যসিয়ার
হিম শীর্ষ হতে প্রেমধারা স্ফুরিত অধর
পলক ফেলতে ফাগুন আগুনে বৈশাখ
তবু প্রতিবার যখন তুমি হাসো সবকিছু ভুলে
জড়িয়ে ধরি তোমায় আনন্দে অচেতন
বসন্ত কৃষ্ণ সখা অরূপ রতন...!
অপূর্ব সব লেখায় গাঁথা বসন্ত হিল্লোল
উত্তরমুছুনধন্যবাদ জানাই। অনুপ্রেরিত হলাম।
মুছুনBhalo likhechen duto kobitai
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ। অনুপ্রেরিত হলাম।
মুছুন