লেবেল

সোমবার, ৭ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -১০।। দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -১০

দুরন্ত বিজলী



১.

বড় খুশি


যুদ্ধ এসে লুফে নিল
বসন্ত হাওয়া
এবার তাই যাব না গো
তোমার কাছে
নেবো না হাত
নরম ঠোঁটে দেবো না চুমু
যুদ্ধ এবং করোনাতে
হারিয়ে যাচ্ছে সকল পাওয়া

করোনাকে সামাল দিতে
আমরা সবাই নাস্তানাবুদ
তার ওপরে যুদ্ধ এসে জ্বালিয়ে
দিচ্ছে আবহাওয়া
না না না, এবার বুকে দুঃখ
এবং বেদনাব্যথা
এবারে বসন্তফুল ফুটুক যত
তার চেয়েও বড় খুশি
যুদ্ধ থামার খবর পাওয়া





২.

বসন্ত বৈভবে



একটু একটু হিম
একটু একটু ওম
মিলে মিশে পাতায় পাতায়
সবুজ শ্যামল
বাতাসে মনোরম ছোঁয়া

সুন্দরী মুখ তুলে ছোট্ট ছোট্ট করে
এক একটা হাসি ছুঁড়ে দিচ্ছে
রোদে চিক চিক করছে
জলে ঝিকমিক করছে

এসময় রাতের ভেতর
কুহু ও কেকা পাশাপাশি
দিনের ভেতর ফুল আর ফুল
আরণ্যক প্রতিমা

ঋতু বৈভবে ভালোবাসা উষ্ণ
বারান্দায়
দুজনে জ্যোৎস্নায় ভিজে
নতুনের বসন্ত বিহার দেখছে।











1 টি মন্তব্য: