লেবেল

সোমবার, ১৪ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -২৪।। সুবীর ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literatur।।

 



বসন্ত এসে গেছে -২৪

সুবীর ঘোষ



১.

এই বসন্তে সবই মানায়


এই বসন্তে সবই মানায়

মুড়ি মিছরি মিলিয়ে ফেলা,

এই বসন্তে সবই মানায়

নিজের নামে নদীকে ডাকা,

হাতের মুঠোয় বৃহস্পতি

বুকের ওপর ব্রিজ বসানো

লুটেরাদের লুঠ করে নাও ---

এই বসন্তে সেটাও মানায়।

ফাঁসির মাঠে আগুন জ্বলে,

কেউ কারো নয়   স্বপ্নে দেখায়,

ফাগুনবউয়ের বিয়ের দিনে

সবাই পরে হলুদ শাড়ি,

কাকজ্যোৎস্নায় রাস্তা চিনে

আনতে হবে পথের কড়ি।

কেউ দেখো না  কেউ দেখো না

আলুর খেতে প্রেমের টিলা --

এই বসন্তে সবই মানায়

নিমবেগুন আর আলতো ছায়া।


 



২.

হয়রান আমোদিত


গত বসন্তে হারালে কানের সোনা

এবার আমাকে দেখ খুঁজে পাও কী না।

ডুবুরি চাঁদের দিশাহীন আহ্লাদে

হঠাৎ পাবার আনন্দে কারা যে কাঁদে।


গাছের মাথায় সাজানো ভূমির পুজো

না-হয় সেখানে আমাকেই তুমি খুঁজো।

কত সাবধানী হয়রান আমোদিত

আকাশ নিজেকে বিলি করে অবিরত।










 


 


 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন