শুক্রবার, ১১ মার্চ, ২০২২

শুধু কবিতায়.... বসন্ত এসে গেছে -১৯। দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বসন্ত এসে গেছে -১৯

দীপক বেরা 



পুনরাবৃত্তি


জাঁকিয়ে বসা অহংকারী শীতটা বিদায় নিচ্ছে
ক্রমশ ঘন হচ্ছে এবার আদিম উষ্ণতা.. 
বৃষ্টির ফোঁটা গায়ে মাখছে পথ চলতি মেয়েটা
বদলে যাওয়া জলবায়ু সারিয়ে দিচ্ছে পুরানো ক্ষত
সবকিছুরই পুনরাবৃত্তি ঘটে, পুনর্জন্ম হয়
ঠিক ঋতু-পরিবর্তনের মত। 
ফিরে যাওয়ার নিমন্ত্রণ পায় ব্যর্থ প্রেমিক 
বন্ধুদের আড্ডার ঠেক, বসন্তবিকেল, আদি জন্মভূমি
পরবর্তী পংক্তির অপেক্ষায় থাকে। 
প্রতিশ্রুতির বার্তা নিয়ে রক্তপলাশ ফোটে
সান্ধ্যবাসরে শুধুমাত্র কবিতার জন্য.. 
সময়ের নিয়মে--- 
প্রতিদিন জন্ম নেয় বাইপাস, ন্যারো বাইলেন 
ফেলে আসা ছিন্নমূলে শিকড়কাহিনী থাকে জাগ্রত! 
পুনরাবৃত্তির অলাতচক্রে ঋতুবাধ্য রোদ মেশে
জীবনের ঔরসে, লাঙলপরবের উর্বরতায়, 
জন্ম ও মৃত্যুর মাঝে তির তির বয়ে যায় জীবনস্রোত! 










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন