শুক্রবার, ১১ মার্চ, ২০২২

শুধু কবিতায়.... বসন্ত এসে গেছে -১৮।। তন্দ্রা ভট্টাচার্য্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





বসন্ত এসে গেছে -১৮

 তন্দ্রা ভট্টাচার্য্য



১.

রং ফেরি 

             
কারোর যদি আমাকে বেশ লাগে তবে দয়া করে একটু জানাবেন। 
হ‍্যাঁ, ঠিক  ধরেছেন বসন্ত এসেছে এই স্বল্প সময়ে এই ভাইরাস টা থাকে।
যদি কারোর আমাকে ভীষণ  খারাপ লেগে থাকে 
তবুও  জানাতে ভুলবেন না। হ‍্যাঁ হ‍্যাঁ বসন্ত এসে গেছে খুব  কম সময়ের ঋতু তাই বেশি দিন মনভার নিয়ে থাকতে হবে না। 
বসন্ত এসে গেছে   এক মনের ভেতর আরেক মনের জায়গা  হবে শীঘ্র যোগাযোগ  করুন।
পলাশ, অশোক, শিমূল সবাই রঙে রঙে রং মশাল জ্বালিয়েছে। আমিও  রং ফেরি করি, রং চায়  রং
চাই মনের  রং? 




               


২.
 কলমের গয়না
     
 কলমের গয়না? তাতো হয়না! 
সব কবিতাই তোমার কলমের গয়না।
শব্দ গুলো কে ভাল করে তেল নুন মিষ্টি দিয়ে   পেন দিয়ে কষিয়ে নিও।তারপর একটু বসন্ত হাওয়া , একগ্লাস বর্ষার ভরসা। 
এরপর সমস্ত শব্দগুলোকে একটু লেপের ওম দিও।শরৎ এ কাশ ফুল দিয়ে শব্দ গুলোকে পোশাক পরিও। হেমন্তের হিম  হাতে  আদর মাখিয়ে খাতার আয়তক্ষেত্রাকার ঘরে  শব্দরা বাস করুক হাসুক কাব্যের হদয়ে। 
কষ্ট আনন্দ  কোনো অনুভবই চিরন্তন নয় সবই বসন্ত ঋতুর মতো ক্ষণিক অতিথি জীবন সভায়।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন