শুক্রবার, ১১ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -১৭।। সুদীপ কুমার চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature

 



বসন্ত এসে গেছে -১৭

সুদীপ কুমার চক্রবর্তী




বসন্ত বাহার


বসন্ত এসেছো!
অবার ফিরে যাবো আমি তোমার হাত ধরে
মনন চত্বরে সে কৃষ্ণচূড়ার কাছে।
বন টিয়া উড়ে যাবে পাতা ঝরা অরণ্যের দিকে।

আমাদের অসমাপ্ত কথাগুলো রয়ে গেছে
দিক ভ্রষ্ট আঁকা বাঁকা পথে।
এ নদী জানে আমাদের সমস্ত গোপন।

বর্ণিল আবেগের ছায়া মিশে আছে
নিঃস্তরঙ্গ গোধূলি আলোকে।

আমাদের রূপকথা লেখা আছে ঘাসে ঘাসে
জোনাকীর জ্বলা নেভা আলোর অক্ষরে।
শূন্যতার ভাষা আমি এতদিনে রপ্ত করেছি বেশ।
শুনবো নিবিড় করে বেজে ওঠা ছায়ানট
হাজার বসন্ত ধরে প্রতীক্ষার প্রহরে।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন