বসন্ত এসে গেছে -৩৬
তপন বন্দ্যোপাধ্যায়
বসন্তের কোলাজ
১.
মেঘেদের তো মাঝেমাঝে ইচ্ছে করে বর্ণময় হব
রঙের ভিতর থেকে বিচ্ছুরিত প্রণয়ের আলো
নেমে এসে পৃথিবীতে রেখে যায় বৃষ্টির স্তবক
মেঘের এই রংকেলি তোমাকেও তো একটু রাঙালো।
২.
বাঁশি শুনে কেঁপে ওঠে বিশ্বব্যাপী তাবৎ রাধারা
গোষ্ঠ থেকে বৃন্দাবন এক দীর্ঘ বিচরণভূমি
বিন্দু বিন্দু প্রবাহিত অবিনশ্বর প্রেমধারা
এতকাল কেটে গেল--শ্রেষ্ঠ প্রেমিক আজও তুমি।
অসামান্য
উত্তরমুছুন