লেবেল

সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়...অমর একুশে -৯।। তৈমুর খান।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অমর একুশে -৯

তৈমুর খান 


বাংলাদেশ ছবি আঁকে 

    


কান্নার ভেতর দিয়ে নৌকা চলে যাচ্ছে 

আমরা পদ্মপাতার মসৃণ সান্নিধ্য থেকে 

বিজ্ঞাপনের জাগরণ তুলে নিতে থাকি 

আমাদের ভীরু মধ্যপথে অবিরাম ঈশ্বর চলাফেরা করে 


ছোট ছোট ঢেউগুলি সংশোধনের বাক্যবাণ 

তীরে ভেঙে যায় 

ভেঙে ভেঙে যেতে থাকে একটা উন্মুখ সূর্য 

রাঙা চূর্ণ মেঘের বিছানায় ঝরে পড়ে লাল চুল 

তারপর অবিন্যস্ত ঘুম 


পর্ব ভেঙে নতুন দিদিমণির ক্লাসে ঘুঘু ডেকে ওঠে 

আর সব ঘুঘুরাই জানে প্রণয়ের কালো জলে কীরকম হেসে ওঠে 

ফেব্রুয়ারি মাস 


চোখ ছলছল করলে একবার স্বপ্নের কাপড় খুলে দেয় 

তারপর বিচ্ছেদের শূন্য বারান্দায় অসহায় বাংলাভাষা 

জাগরণে লিখে রাখে একুশ তারিখ, মাতৃভাষার দিন  

বাংলাদেশ ছবি আঁকে।











1 টি মন্তব্য: