অমর একুশে -৪
দুর্গাদাস মিদ্যা
একুশের কবিতা
১.
জন্মলগ্ন থেকে শিশু
মায়ের মুখ থেকে
যে ভাষা শোনে
সে ভাষাই মাতৃভাষা বলে জানে
সে ভাষায় কথা বলে আনন্দ জাগে প্রাণে।
সেই আনন্দ যদি কেউ কেড়ে নেয়
তবে অন্তরে জাগে প্রতিবাদের ঢেউ
সেই ঢেউ ভেঙে গুড়িয়ে দেয় অত্যাচারীর হাত
ধীরে ধীরে উঠে আসে একুশের প্রভাত।
২..
অমানিশা শেষে
শতশত রাত্রির উপাসনা শেষে
একদিন ভোর হয়
ভয় ভীতি কেটে ঊষার উদয় হয়।
মাতৃভাষার বোলে
আকাশ বাতাস মুখরিত হয়
জেগে ওঠে প্রত্যয়
কোনো এক একুশের সকালে।
ভাষা মাকে ভালোবেসে
জান মানের লড়াই
সব বাধা প্রতিবন্ধ পুড়ে ছাই হয়।
তারপর নতুন দেশ উঠে আসে
মাতৃভাষাকে ভালোবেসে।
প্রথম বেশ ভালো।
উত্তরমুছুনসুন্দর পোস্ট
উত্তরমুছুনখুব সুন্দর দুটি কবিতা
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুন