অমর একুশে -৮
ফটিক চৌধুরী
ছাই চাপা আগুন
ছাই চাপা আগুন ভীষণ বিপজ্জনক
একটু অনুকূলে হাওয়া দিলেই
স্ফুলিঙ্গ থেকে দাবানল হয়ে ওঠে।
খাজা নাজিমউদ্দিনের ঘোষণায় ছিল
সেই হাওয়া
যিনি পল্টনের ময়দানে ঘোষণা করেন :
"উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা"
আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশ
ক্রমশ হয়ে ওঠে দাবানল।
সেই হাওয়া আর থামানো যায়নি
বুলেট ঝাঁঝরা করেছিল
বরকত, রফিকদের।
মাতৃভাষা আর মাতৃদুগ্ধ
যার কোন বিকল্প নেই
তাই আবেগে বেড়ে যায় আমাদের স্পর্ধা।
ছাই চাপা আগুন মানে প্রতিরোধ প্রতিবাদ
স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে।
খুব সুন্দর শ্রদ্ধা নিবেদন। " মাতৃভাষা আর মাতৃদুগ্ধ যার কোন বিকল্প নেই।" সুন্দর উল্লেখ।
উত্তরমুছুন