লেবেল

শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -১৮।। পাপড়ি ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অমর একুশে -১৮

পাপড়ি ভট্টাচার্য


একুশের কান্না 


জীর্ণ হবার আগেই ঝরে গেছে যে পাতাগুলো
তার ডালে লেগে আছে যন্ত্রণা চিহৃ

সেদিন অন্ধকার নেমেছিল ঘন হয়ে
রক্তাক্ত পাতাগুলো শব হয়ে গিয়েছিল
হালকা শীতের চাদরে বর্ণমালা গুলো
স্তব্ধ হয়ে অগোছালো এলোমেলো।

আজও গুমরে গুমরে কাঁদে একুশ হাহাকারে ভরে থাকে মাটির বুক
প্রকৃতির বুকে নতুন করে সূর্য ওঠে
চাঁদ ওঠে,বাতাসও দোলা দেয়
শুধু একুশে ফেব্রুয়ারির কান্না থামেনা
নিরন্তর স্মৃতির পাতায় শিশির বিন্দুর মতো জমে।













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন