লেবেল

শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -১৭।। রঞ্জন ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অমর একুশে -১৭

রঞ্জন ভট্টাচার্য



১.

দিশেহারা




কত প্রাণ খানখান হলে
একটি বর্ণ বাঁচে
কত হৃদয় মিশে গিয়ে 
একটি শব্দ বাঁচে।

তা কোনো হিসেব বলে না 
হিসেব শুধু মৃত্যুতে 
কত জন্ম হলে পরে 
গর্ব হবে বাংলাতে।

কত মায়ের কোল ফাঁকা হলে
একটি বাক্য হয় 
বাক্যে বাক্যে লেখা হয় 
জয়-পরাজয়।

আজো কাঁদে বাংলার মন 
হৃদয়ের ভালোবাসা 
প্রতি বছরে আসে সেদিন 
জাগায় নতুন আশা ।

সেই আশা নিয়ে এখনও ওঠে 
সূর্য চন্দ্র তারা 
সেই আশার পথেই বেঁচে আছি 
নই যে দিশেহারা!





২.
গৌরব


বাংলার ঘরে 
বাঙালির ঘরে 
বাংলা ভাষাই
বল।
বিশ্বের ঘরে 
প্রতি ঘরে ঘরে 
বাংলা ভাষারই 
চল।

একুশ যখন 
জন্ম নিয়েছে 
বাংলা আলো 
করে।

দিকে দিকে তাই
ছড়িয়েছে নাম 
বিশ্বের দরবারে।

সেই থেকে আজও
বাংলা ভাষার
করছে জয়গান।

বাংলা ভাষাই
শ্রেষ্ঠ ভাষা 
গর্বিত হয় 
প্রাণ!
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন