অমর একুশে -২২
অমিত কাশ্যপ
রিফুউজি
বাবা বলতেন, জানিস খোকা আমরা সব রিফুউজি
'রিফুউজি' শব্দটা আমার কাছে নতুন
ছোটবেলায় স্কুলে যাই, মাঠে খেলি, কত বন্ধু
'রিফুউজি' শব্দটা কখন যেন হারিয়ে গেল
বড় হয়ে ভিড় করে এল আরো বন্ধু, আরো স্বজন
ব্যস্তময় সংসার জীবনের সঙ্গে বাস্তবতা
বাবা কখন যেন ছবি হয়ে গেলেন
হঠাৎ করে মনে পড়ল, জানিস খোকা আমরা রিফুউজি
বাবার জন্ম মেহেরপুর, আমার কাছে বাংলাদেশ
আমার অনেক বন্ধু থাকে, বাংলায় কথা বলে
অমর একুশের ভাষা শহিদদের সম্মান করে
আমার ভাষা বাংলা,আমিও সম্মানের সঙ্গে সেলাম করি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন