লেবেল

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -২৫।। মৃত্যুঞ্জয় হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অমর একুশে -২৫

মৃত্যুঞ্জয় হালদার 



১.

যে ভাষাতে  



যে ভাষাতে প্রথম বুলি
আধো আধো স্বরে,
সেই তো আমার মাতৃভাষা
গর্বে জীবন ভরে।

মায়ের মুখের প্রথম ভাষা
যেই শুনেছি কানে,
জীবন আমার ধন্য হলো
মিষ্টি মধুর গানে।

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার মুখ,
বাংলাতে তাই কাঁদা হাসা
গর্বে ভরাই বুক।








২.
ভাষা দিবস এলে 


ভাষা দিবস এলে যেমন
আবেগ আকাশ রাঙে
গল্প কথা গানের সুরে
খুশির আগল ভাঙে।

ভাষা দিবস এলে যেমন
সালাম রফিক জব্বার
তাদের কথা পড়ে মনে
শ্রাবণ নামে সব্বার।

ভাষা দিবস এলে যেমন
মনটা করে কেমন কেমন
এই প্রজন্মের জন্য দুঃখ
ব্যথায় ভরে আমার বুক।

ভাষা দিবস এলে যেমন
বাংলার জয় গাই
আমি আমরা আজীবন যে
বাংলা বুকে জড়াই।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন