লেবেল

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২৬।। শীতের স্বপ্ন — জয়ন্ত চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২৬।।




শীতের স্বপ্ন

জয়ন্ত চট্টোপাধ্যায়

বহুমুখী করাত হাতে দাঁড়ায় রুদালির দল, এ রাত শীতের
সে এক কৌশলী ফাঁদ অনুপম, কিন্তু দ্যাখো
কেমন মৌরসীপাট্টাদারেরা জমিয়ে যাপন করে রাত
আলোর ঝলক মানে নক্ষত্রেরা অলীক স্বপ্নে ঝরে
কিছু তার তোলা থাকে অভিজাত দেওয়ালের সাজে
খড়কুটো-পাতায় সন্ধ্যার শীত নিয়ে খেলার আগুন
মাখিনি যে কতদিন !
পোড়া শালপাতা-ক্যালিপ্টাসের ধোঁয়া গন্ধ তোলেনি কতদিন
আমাদের অস্বচ্ছ গ্লাসে
পিঠের গায়ে লাগেনি প্রকৃত চালের গন্ধ
সব আজ তেতো, সব তেতো ওষুধ কি হয় ?
শীত তুমি নিরাময়, গরম রাতের আরাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন