জায়মান জীবন -৩০
স্বপন কুমার নাগ
মারণ-যজ্ঞ
এইমাত্র যজ্ঞ সেরে উঠে গেছে পুরোহিত...
মারণ-যজ্ঞের সব আয়োজনই ছিলো প্রায় সম্পূর্ণ
কবিতার খাতায় শব্দ জপ ক'রে কবি আজ ক্লান্ত
ঘুমোনোর আগে কিছু হিসেব বাকী রয়ে গেছে
তেমন কোনো গরমিল বুঝে ওঠার আগেই-
ছিন্ন হল সম্পর্কের গভীর শিকড়...
মুমূর্ষু-ঘাসের ডগায় আলপনা এঁকে যায় ভোরের শিশির;
চুঁইয়ে পড়া বিন্দুজলে নেই আর তেমন কোনো
আদুরে ঘ্রাণ...
ইচ্ছেগুলো আঁক কষতে কষতে হারিয়ে যায়-
অনুর্বর আকাঙ্ক্ষার উদাসীন অঞ্চলে...
এখনো মনের ভেতর খুঁজে বেড়াই জীবনের রঙমশাল;
ধূসর চিন্তায় বসতি গড়ে বিবেকহীন হৃদয়ের বাদ্য
সময় আর তেমন করে ধরা দেয় না সবার অলক্ষ্যে;
হারিয়ে গেছে কণ্ঠের মিহি-সংলাপ,চতুর বিন্যাসে;
যন্ত্রণা পোষ মানে গুটিগুটি, না বলা কথার বাঁকে;
তবুও হাতড়ে বেড়াই পোষা দুঃখ,কবিতার পাতা জুড়ে।
অনেক না পাওয়ার মাঝে ইচ্ছেগুলো ধুঁকতে থাকে-
আটপৌরে মানসিকতার বদ্ধ বেড়াজালে...
স্বপ্নের শবযাত্রায়,পরমযত্নে লালন করা সুপ্ত বাসনা
আজও জড়ো হয়,রাতের প্রতীক্ষায় নত হয়ে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন