লেবেল

সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

আজ থেকে প্রকাশিত হল।। শুধু কবিতায়... অমর একুশে -১।। কলমে - অংশুমান চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অমর একুশে -১

অংশুমান চক্রবর্তী




বাংলা আমার প্রাণ


বাংলা আমার মায়ের ভাষা

বাংলা আমার প্রাণ

এই ভাষাতেই লিখতে পারি

গাইতে পারি গান।

চতুর্দিকে যায় যে দেখা 

বহু-ভাষীর ভিড়

আমার ভাষায় লাগলে আঘাত 

থাকবো না তো স্থির।

প্রতিবেশী দেশ পেরেছে

আমরা কিসে কম?

ভাষার জন্য করবো লড়াই

দেখিয়ে দেবো দম।

অন্য ভাষা চাপিয়ে দিলে 

রুখবো পেতে বুক

চোখের সামনে ভাসে শহীদ 

ভাই ও বোনের মুখ।










৩টি মন্তব্য:

  1. ~
    বাংলা ভাষায় বাঙলা ও বাঙালির অনলাইন সাহিত্য পত্রিকা অনুসর্গতে লেখা পাঠাতে পারেন আপনিও। আপনার অপ্রকাশিত সেরা লেখা (ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাসসহ অনন্য সাহিত্য নির্ভর লেখা) পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।

    – সম্পাদক, অনুসর্গ (https://anusargo.com)

    ই-মেইল: anusargo@yahoo.com
    সাথে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি ও ছবি সংযুক্ত করবেন।

    উত্তরমুছুন