হেমন্তের সকাল-৫০
অরিন্দম চট্টোপাধ্যায়
হেমন্তের কবিতা
১.
বৃষ্টির মতো ঝরে ছাতিম ফুল
হিমের সন্ধ্যে মিশে হয় এক আঘ্রাণ
কুয়াশা চাদর বিছিয়ে যায় দিগন্তে
মুথা ঘাসের ওপর জমে থাকে
ছোট্ট ছোট্ট শিশিরকণা...
রৌদ্ররঙ কেমন করে বদল হয়ে যায়
ভাবতে ভাবতে পাড়া ময়
নতুন ধানের সুবাস ছড়িয়ে
এক ভাললাগা দুপুর তৈরি করে দেয়
আবার এই ভাবেই বদলে যায়
দুপুর - সন্ধ্যারাত, সন্ধ্যারাত - রাত্রি
চারিদিক জুড়ে তখন একাকীত্ব
যেন হয়ে যায় এক নিস্তব্ধ পৃথিবী...
২.
ভাঙা প্রাচীরের ওপর হেমন্ত রোদ
ঝরা পাতার গান শুনিয়েছিলে
এসে দাঁড়িয়েছিল অনেক না- বলা কথা
ঠোঁটের ওপর তরঙ্গায়িত সমুদ্র ঢেউ
ভাঙতে ভাঙতে কী ভাবে কোথায় হারালো
বোধহয় চলে গেলে আলোকবর্ষ ছাড়িয়ে
দূরে কোথায়, অন্য কোন খানে...
এখনও হৃদয় জুড়ে এক অন্বেষণে
পৃথিবীর সমস্ত কোণ খুঁজে চলেছি
যদি কোথাও দেখা পাওয়া যায়...
এখনও ভাঙা প্রাচীরের ওপর হেমন্ত রোদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন