জায়মান জীবন -২৬
ফটিক চৌধুরী
১.
নিরুপায়
ধ্যানমগ্ন হয়ে বসে আছি ঘরে
আমার চারদিকে চারটি দেয়াল
দরজায় কেউ রেখে গেছে কাঁটা ?
শুধুই রক্তক্ষরণ মনের ভেতর !
জটায়ুর দুঃখ নিয়ে কাটাই জীবন
সংক্রমিত অনেকে, হতও কম নয়
মৃত্যুর পাশে শুয়ে আছে জীবন
তারপাশে পড়ে থাকে নীল দীর্ঘশ্বাস।
অনন্তের দিকে ছুটে চলেছে যারা
তাদেরকে পথভ্রষ্ট বলে যদি কেউ
আমি বাজি ধরে বলে দিতে পারি
তাদের হিসেবে আছে বেশ গরমিল।
বিকেলের সূর্য সন্ধ্যার দিকে ধায়
ধ্যানমগ্ন বসে আছি আমি নিরুপায়।
২.
গন্ধ
রাত্রিকে ভীষণ বকে দেব বলে
নিজেই লুকিয়েছি অন্ধকারে
নিজের ঠিকানা কতবার হারিয়েছি
ডাকবাক্স তাই শূন্য পড়ে থাকে।
এখন সবাই একা, ডাকবাক্সের মত
পড়ে আছি একধারে কিসের অপেক্ষা
জীবন দ্রুতবেগে চলতে চলতে হঠাৎ
থেমে গেল, ও পাশে কি কাঁটার বেড়া?
সীমা ছাড়িয়ে গেছে নিজের সীমানা
দ্যুতি তার হারিয়েছে সব উজ্জ্বলতা
জীবন চলে না ঠিক জীবনের মত
কারো কাছে কোনদিন পাব না উত্তর।
মানুষের শরীরে থাকে মানুষের গন্ধ
শুঁকলে কেন তবে আঁশটে গন্ধ পাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন