জায়মান জীবন -২০
অরিন্দম চট্টোপাধ্যায়
জীবন
চোখের পাতার ভেতর কৃত্রিম ভালবাসা
বুকের ভেতর কোন সবুজ পাতা নেই
অরণ্যমেঘ উড়ে বেড়ায় হৃদয় জুড়ে
সমুদ্রভূমি থেকে জলরেখা অনেক দূরে
বালুতল থেকে যতো দূর দেখা যায়
যেন একটা দড়ি হয়ে আছে
আদুরে প্রেম সমুদ্র হাওয়ায় ওড়ে
যেনো লাল কাঁকাড়ার আঁকা পোট্রেট
জীবন ছড়িয়ে যায় ভাঙা ঢেউের মতো
একটা অচিন পাখির ডানায় আবেগ
বিমোহিত হওয়ার প্রতীক্ষায়
নির্ঘুম রাতগুলো শুধু অতিক্রম করে যায়।
বেশ
উত্তরমুছুনখুব ভালো লাগলো এই কবিতাটি পড়ে
উত্তরমুছুন