জায়মান জীবন -১৯
সুবীর ঘোষ
১.
জায়মান জীবন১
জীবন কোথায় গিয়ে
জীবনের সঙ্গে মিশে যায়?
বিকেল কোথায় গিয়ে
আরেক বিকেল গড়ে তোলে?
মন ও সুপারিগুলো শক্ত হতে হতে
ভাঙার বাইরে চলে যায়
ঝরা পাতা যত শব্দে পড়ে
কানের শব্দ তত মাথায় ঢোকে না।
কোথায় বেড়াতে গেলে
পাওয়া যাবে জায়মান জীবনের ঘ্রাণ?
চক্রব্যূহে জীবনের সন্ধান
ঠিক কোন্ খানে গাঁথা থাকে জানো?
২.
জায়মান জীবন ২
একে যদি ভালো বল ভালো আছি তবে ;
এ-পৃথিবী কোনোদিন আরো ভালো হবে?
বলবে নিশ্চিত জানি, আমি বড় ভিজে,
বর্ষাদিনে রোদহীন নীরক্ত কামিজে
সারাদিন ঢুকে থাকি; কুভাবনা ভাবি ;
সদরের দরজার খোয়া যায় চাবি।
এ-পৃথিবী সোজা নয়, মন্থরাও নয়,
প্রেমিকার হাতে নীলা কারও কারও সয়।
দুপুরের ভাত হলে উৎসব পড়ে ;
কিন্তু রাতের খিদে মেটে হরেগড়ে।
তার পাশে ভালো থাকা... মেট্রো যাতায়াত –
থার্ড রেল বলে... আয় করি বাজিমাত।
জায়মান জীবনের কুল নয় ক্ষীণ,
জীবনের যাত্রাপথ সতত রঙিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন