লেবেল

রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়...জায়মান জীবন -২২ ।। সুদীপ কুমার চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



জায়মান জীবন -২২

সুদীপ কুমার চক্রবর্তী




রৌদ্রলিপি  


রোদ্দুরের মাহাত্ম্য জানতে আরও  একটা নিপাট দিনের মধ্যে মিশে যেতেই 
আমাকে স্বাগত জানালো নীল শাড়ির মেঘপরির দল।
আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম এরা ঠিক তোমারই মতো উড়ে বেড়ায় সন্দিহান মেঘের আড়ালে।
নিঃশ্চল নিঃস্তব্ধতায় হঠাৎ আরও ভাবুক হয়ে আমাকে ডেকে নেয় লাজুক ইশারায়।
নীল শাড়ির আঁচলে রামধনুর কারুশিল্প আমাকে বেশ ধন্ধে রাখে।
আবেগের বাষ্প জমতে জমতে যখন ধূসর হয়ে যায়  মেঘপরির মুখ - তখন আমার মধ্যে এক অকারণ বিষন্নতা জেগে ওঠে।
কেন যেন মনে হয় রোদ্দুরের অভিমানে যদি এই ধুসর মেঘমালা গোপনে দু চার ফোঁটা অশ্রু ঢালে
 সেটা কি তবে আমার প্রেম-স্মরণিকার না এই গহন শূন্যতায় বিরহের  একবুক হাহাকার!








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন