জায়মান জীবন -১৮
গোবিন্দ মোদক
ঠিকানা বদলে যায়
শেষ ঠিকানা থেকে চলে এসেছি অনেকদিন
এসেছি এলোমেলো পায়ে এই কংক্রিটের জঙ্গলে,
একতলা .. দো'তলা .. তিনতলা .. দশতলা ..
মেপে মেপে পথ চলা,
স্কোয়ার ফুটের হিসেবে কথা বলা।
শব্দ এখানে দূষণ হয়ে বাজে,
কথা বলা তাই নিচুস্বরে।
এখানে এসে হারিয়েছি নোনা-আতার দুপুর,
কামরাঙা-বিকেল কিংবা লণ্ঠনের সন্ধ্যা।
শতরঞ্জি পেতে পাঁচ ভাই-বোনের পড়াশোনা –
একটাই হ্যারিকেন দিতো পাঁচভাগ আলো।
এখানে এসে আরও হারিয়েছি নামতার পাঠশালা,
বর্ষার গান, কাগজের নৌকা, চু-কিৎ-কিৎ খেলা,
নৌকা-বাইচ, রহিম চাচার মেঠো সুর,
রাধু-বোষ্টমির খঞ্জনীর মূর্ছনা,
রাখালিয়া বাঁশির হাতছানি।
হারিয়েছি রাম-রহিম-জনসনের বন্ধুত্ব।
এখন শুধু জ্যামিতিক খোপ, ফালি আকাশ,
মেপে মেপে পথচলা
আর মেপে কথা বলার ইতিবৃত্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন