শুধু কবিতা...
পৌষ পার্বণ ও শুভ মকর সংক্রান্তি
এসো পৌষ যেও না
নীতা কবি মুখার্জী
শীত এলো, পৌষ এলো, পিঠেপুলি খাবো
পৌষালা, পিকনিক, হেথা-হোথা যাবো
নতুন চালের গুঁড়ো হবে ডালা ভরে
বৌ-য়ে, ঝিয়ে চাল কুটে নিয়ে আসে ঘরে।
মস্ত এক ঢেঁকি, সে যে পা দিয়ে চলে
ধান কুটে, চাল কুটে প্রয়োজন হলে
ঢেঁকি ছিলো লক্ষ্মী যা ছিলো ঘরে ঘরে
ওসব গিয়েছে পাট বিজ্ঞানের বরে।
ঢেঁকি-ছাঁটা চাল ছিলো, ছিলো তার সাধ
পালিশের চাল খেয়ে হই বরবাদ
পিঠে হতো কত-শত অগুন্তি নাম
মুগ-পুলি, দুধ-পুলি, আর কাল জাম।
খেজুরের গুড় চায়, চায় ভালো খোয়া
নিয়ে এসো ভালো দেখে ক্ষীর দেওয়া মোয়া
মুড়কিও চায় কিছু, কড়কড়ে মুড়ি
প্রচণ্ড শীত নিয়ে এলো শীতবুড়ি।
পৌষ-সংক্রান্তিতে হবে নদী-স্নান
গঙ্গাতে যেতে পারে যদি কেউ চান
ছোটদের পিকনিক খিচুড়ির ধূম
মাঠে, ঘাটে, বাঁধ-ধারে, চোখে নাই ঘুম।
ওই পাড়ার গিন্নীরা যাচ্ছে পুরীতে
আমাকেও নিয়ে চল জলপাইগুড়িতে
বেডিং-টা বেঁধে নিয়ো, কম্বল নিয়ো
সকলের নামে যেন পূজোটুকু দিয়ো।
পৌষে আনন্দ করি চারিদিকে ধূম
গরীবের দুর্দশা, শীতে নাই ঘুম
ঘর নাই, কাঁথা নাই, শীতে থর-থর
হীম শীতে জাড়ে মরে,কভু আসে জ্বর।
একখানা কম্বল দিও ওগো তারে
সহায় সম্বলহীন, মরে শুধু জাড়ে
পৌষমাস, লক্ষীমাস, খেয়ে আছে সুখ
গ্ৰাস উঠুক সকলের, থাকে না কারো দুঃখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন