লেবেল

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়...পৌষ এল ঘরে -৪৮।। সৌম্য ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -৪৮

সৌম্য ঘোষ



১.

পলাশ বন


পলাশ বনে দেখেছি -
টুকটুকে লাল-চেলিতে ঘোমটা মাথায়,
লালমাটি যেন আরো লাল
নাই বা রইল সুবাস
তবু সে আমার আকাশ জুড়ে

কত শীত যায়,
কত বসন্ত
আর তো দেখি না !
-
এখন কি অন্য ঘরে?

সাথে এনেছি কামরাঙা,
সেই বাঁশিটাও
লালমাটি যেন একটু ধূসর
-
শহুরে হাওয়া !

সবুজ তোতারা আসেনি
সকাল থেকে ঠায় সেই গাছটার তলায়,
যেখানে একদিন দেখা দিয়েই কোথায় হারিয়ে গেল
আজ সব ডাল ন্যাড়া,
শুধুই ঝরাপাতা
-
ফুল কি আর ফোটে না!





২.

বাঁচা


যা ছিল বুকে
ঝরে গেছে কোন সকালে
যা ছিল মনে
মুছে গেছে হেমন্তের রাতে

অসাড়, নির্বাক
তবু দাঁড়িয়ে এক নিষ্প্রাণ
-
হাইওয়ের পাশে উঁচু গাছগুলোর মত

কত ঝড় -
ডাল গেছে ভেঙে
পাতাসব ঝরে,
শিকড় শুধু গভীর থেকে গভীরে
মাথা আজও একইরকম আকাশে

পোকায় খেয়েছে পাতা
কখনও বা গোড়ায় ক্ষত
একফালি রোদ আজও জড়িয়ে ধরে
-
শীতের রুক্ষ দিনেও,
পাখি আসে নেমে
লতাপাতার স্পর্শে যেন
আবার বেঁচে ওঠা









1 টি মন্তব্য: