পৌষ এল ঘরে -৪৬
রঞ্জন ভট্টাচার্য
১.
বড় দুষ্টু
পৌষ তুমি বড় দুষ্টু
কবে আসার কথা ছিল
এলে ...
হেমন্ত কত কাল থেকে হৈমন্তিকা ছড়িয়ে গেল মনে তুমি এলে... এলে...
এলেনা ঠিক সময়ে
শীত কাতুরে আমি
তবুও যে শীতকে জড়িয়ে রাখি উষ্ণ হবো বলে
তুমি এলে অসময়
গাছে গাছে ঝরছে রস
মাঠে মাঠে শস্য
প্রকৃতির বুকে হাওয়া উত্তরীয়
শুধুই তোমার স্পর্শ
তুমি দিলে জড়িয়ে আঁচল ফুলে মাখা
তুমি দিলে উষ্ণতার আলিঙ্গন
যে হৃদয় ছিল ফাঁকা
তুমি এলে
বড় দেরি করে...
২.
পৌষ এল
পৌষের প্রতিটি অনুভব অবগুন্ঠিত একটি চাঁদ
কখনও বা মেঘে ঢাকা তারা
কখনো বা রসে ভরা পরিপূর্ণ একটি গাছ
কখনো শিউলি ঝরা উঠান
আবার মাঠে মাঠে রকমারি ফুলের মেল বাহার
খুনসুটি করে বেড়ায় ...
গোধূলি বেলায় দৃষ্টি নন্দন খেলা
চলে উষ্ণতার আলিঙ্গন
কে যেন হরণ করেছে মন
কোনো সে আপনজন ।
দিকচক্রবালের যখন সূর্য আপন-মনে ঢলে পড়ে
ঠিক কে যেন ডাকে
উত্তরে হাওয়া নিয়ে শির শির শব্দ করে
চাদরে মুড়ি তাকে আমার-ই হৃদয় কোণে।
দুটি কবিতাই খুব সুন্দর।
উত্তরমুছুন