লেবেল

শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -৩০।। দুর্গাদাস মিদ্যা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




পৌষ এল ঘরে -৩০

দুর্গাদাস  মিদ্যা




পৌষের কবিতা

 

হেমন্তের মাঠভরা ধান  

চাষীর গোলায় ওঠে 

হাসি ফোটে কৃষক রমণীর। 

তারপর পৌষ মাস আসে

 নবান্নের আলোকিত উদ্ভাসে।

ধান ঝাড়া শুরু হয়

বাড়ে কৃষকের প্রত্যয়

ভবিষ্যতের নিশ্চয়তায়। 

পৌষ মাস লক্ষীর মাস বলে জানে সব ধান উঠে আসে চাষীর উঠোনে। তারপর 

নবান্নের পালা। নতুন ধানে 

সেজে ওঠে নবান্নের বরণ ঢালা। পৌষের শেষে 

পিঠার উৎসব এসে

জমিয়ে দেয় পৌষের দিন। 

এভাবেই  রঙিন হয় জীবনের 

চালচিত্র। পৌষমাস কৃষকের জীবনের চরম মিত্র। 











1 টি মন্তব্য: