মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... হেমন্তের সকাল -১১।। উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়।।Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 



হেমন্তের সকাল -১১

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়




হেমন্তের সকাল

.

কিছুটা কুয়াশা ঘোরে গাছের পাতায়

কিছুটা প্রগলভ হিম বাতাসের গায়ে;

এভাবেই আসে যায় শরৎ শেষের সেই

মৃত্যুর ইশারা।

পায়েতে জড়ায় এসে মায়ার নূপুর

ঝাপসা সকাল যায়,অন্যমনে

ঢুকে পড়ে মুমূর্ষু দুপুর।



 

২.

নিতান্ত অবজ্ঞা হলে

ছুঁড়ে দেওয়া কাগজের

পুরোনো খবরগুলো

ঘুরে মরে ঘরের দেয়ালে;

মাথা ঠুকে মরে যায়

আশ্বিনের শেষ খড়কুটো।

শিশিরে আলতা ধুয়ে

ফিরে যায় বিসর্জন

কুয়াশার কোলে, মরা রোদে ভিজে।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন