রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়...হেমন্ত সকাল -২৩।। তপনজ্যোতি মাজি।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 




হেমন্ত সকাল -২৩

তপনজ্যোতি মাজি





হেমন্ত সকাল


এক

আমার সকাল তোমার সকাল হয়ে যায় চায়ের টেবিলে।

হিম পথ পার হয়ে পদাতিক রোদ এসে পড়েছে সোফায়,

অন্যমনস্ক , উস্কোখুস্কো , আত্মবিস্মৃতিময়।


গাছের পাতারা ঝরা পালকের মতো পড়ে আছে ছাদে ও কার্নিশে। হেমন্তের ডেলিভারি বয় বাড়ি বাড়ি শীত পৌঁছে দিচ্ছে সৌখিন মোড়কে।


তুমি ঘুম ফ্রকের ওপর জড়িয়ে নিয়েছো মধুবণী প্রিন্টের

টেরাকোটা রঙ সুতির চাদর। উপমা অপছন্দ বলে ওষ্ঠের বর্ণনা থাক একান্ত ব্যক্তিগত।


উদাসীন হওয়ার প্রলোভন হিমেল হওয়ায়। উড়িয়ে দিতে ইচ্ছা হয় রঙিন ঘুড়ির মতো মিঠে কড়া রোদ। গর্ভবতী মাঠ পাশে রেখে ছুটে যাচ্ছে লোকাল ট্রেন শহরের দিকে।


কার চোখ দেখেনি প্রকৃতি? কে আর প্রেমিক নয় শরীরে ও মনে? তবুও সম্পর্কের মাঝে চওড়া হয় নির্বেদ ফাটল। তুমি জানো সম্পর্ক আসলে সেতুর উপর তৃতীয়ার চাঁদ।






 দুই  

হওয়াকে বললে বার্তাবাহক। আমি বললাম স্বজন।দুকাপ চায়ের মাঝে ঠান্ডা অধ্যায়টুকু নিস্কাম অভিমান।

কিছুই বলার নেই। ছিল কি প্রয়োজন কোনও দিন?সব অভিব্যক্তি কার্যত পাতায় পাতায় রাতের শিশির।

কে ভেঙেছে ব্যর্থ প্রটোকল?  কে বলেছে প্রেম অবিশ্বাসী?চিবুকের নিচে ছায়া খুঁজে আর একটা জন্ম হতে পারি প্রণয় সন্ন্যাসী।

হেমন্তের কোন গান গাইছিলে একা? কে তোমার অন্তর্গত কবি?কোন পংক্তি প্রবাদ প্রতিম? রোদের রঙ নিশ্চিত করেছে আগামী দু'মাস আকাশ বৃষ্টিহীন।

হেমন্ত কি প্রচার বিমুখ? এই প্রশ্নে দ্বিখণ্ডিত মেধা। পড়ে আছে অব্যবহৃত উদাহরণ ও প্রকৃতির পায়ের নূপুর।

কিছু কথা ইতস্তত উড়ছে বাতাসে। ভ্রমনার্থী মন কি উৎসব বিমুখ? সমূহ প্রজ্ঞা তবু মিত বাক,  মাঠে মাঠে শস্য প্রস্তুতি।

হেমন্তের অকপট সকালে ফেরি করো কিছু শীত ও কিছু উষ্ণতা। শস্যের প্রতিশ্রুতি বিশ্বাসের মতো সম্পন্ন  এবং নির্ভীক।










1 টি মন্তব্য: