রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... হেমন্তের সকাল-২২।। সুবীর ঘোষ।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




হেমন্তের সকাল-২২

সুবীর  ঘোষ





হেমন্তের সকাল 

.
তাহলে হেমন্তকে কী নামে ডাকা যায়
নীরব না বিষণ্ণ!
ওদিকে হেমন্তই নীরবে ডেকে আনে
প্রাণে বসন্তের আন্দোলন।
রাত ভ'র শিশিরপতনে
ঘাসবর্গমালা তৈরি হতে থাকে
পরের প্রভাতে উপহার সাজাবে বলে।
বাণীহারা হেমন্তের গানে
স্তব্ধতায় মুড়ে যায় আসকাল দিন।
পরিবেশ  নিঝুম করে
হেমন্তের ধানের ক্ষেতে জাগে ঘুম।
বিষাদ আকাশে হেমন্তের সকাল
মুগ্ধতার যাচাই  ছাড়ে না।
হেমন্তের গান আর হেমন্তের পাখি
ঘুরে ফিরে প্রাণের কুঠুরিতে ঢোকে ও বেরোয়।








.
এবং সুদেবীর সঙ্গেও আমার দেখা ওই হেমন্তের সকালেই
দলে ছিল, ঝাঁকের কই বা মালার ফুল হয়ে।
ক্রমে আর মালার ফুল রইল না,
নিজেই ফুলের মালা হয়ে উঠল।
হেমন্তের ঊষায় টহলগান বেরোত ওদিকটায়
আর সন্ধেতেই যত বিষাদখিন্ন ভূতেরা নেমে আসত মাটিতে।
অঘ্রানে যে ধানে নবান্ন হবে তার ওপর অনবরত
পড়ত শিশির, হেমন্তের সকালের উপহার যেন।
রাতে ঘুম না এলে সকালের আহ্বান বোঝা যায় না।
ভূগোলের এক প্রান্তে রাত জাগত সুদেবী
তার একপাল ইচ্ছে মনের ভেতরকার স্কোয়ারফিটে আঁটত না।
হেমন্ত সকালের বাণী একলাসেড়ে মুগ্ধতার  দুই পাড় মোড়ানো।  




















1 টি মন্তব্য: