শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

আজ শিশু দিবস।। শুধু কবিতায়... সুখের বীণ— রঞ্জন ভট্টাচার্য।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 



আজ শিশু দিবস



শুধু কবিতায়...


সুখের বীণ

রঞ্জন ভট্টাচার্য


একদিন ছিল আমাদের ছিল 

গাছগাছালি পাখি ,

আজকে দেখি হারিয়েছে সব 

দুঃখ কোথায় রাখি ।

একদিন ছিল আমাদের ছিল 

পুকুর ভরা মাছ, 

সাঁতার ছিল ডুবা ডুবি ছিল 

সবই যেন কুপোকাত।

আজকে তো দেখি যেদিকে তাকাই 

নেই কোথাও সুর ,

দোয়েল ছিল ময়না ছিল 

ছিল কোকিলেরও সুর ।

আজকে দেখি শুধু সুনসান 

নেই কোনো কলরব 

দিনে দিনে তা মুছে গেছে 

চোখেই পড়ে না সব ।

কি করি তোদের জন্য আজ 

ক্ষমতা যে কিছু নেই, 

সেদিনের সেই লয় তাল সুর 

শুধু পিছু হাটছেই।

সেদিন ছিল সবুজে সবুজে 

কচি কচি সু'মন 

আজ কোথাও পাই না তাদের 

সবই যে জটিল মন ।

সেদিন ছিল মুক্ত শিশুরা 

আজ কঠিন বাস্তব 

খেলাধুলা যেন সব মুছে গেছে

আজ যে অবাস্তব।

তাইতো আজ শিশুর মনে 

কেন যে অবক্ষয়,

যুদ্ধ নেমেও অলীক স্বপ্ন 

শুধুই যে পরাজয়।

তবুও শিশু এগিয়ে যাবে 

আসছে নতুন দিন, 

এই আশা নিয়ে চললাম আমি 

বাজবে সুখের  বীণ।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন