রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়...হেমন্তের সকাল -২৪।। দেবাশীষ মুখোপাধ্যায়।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 





হেমন্তের সকাল -২৪

দেবাশীষ মুখোপাধ্যায়



১.
শেষের স্মরণ



আলোর কাছে আমার ঋণ শাশ্বত।

আলো জাগলেই আমি জাগি।
কুয়াশার চাদর ঠেলে আমার লাঠি
এগিয়ে নিয়ে চলে আমার স্বজন।
ঠান্ডা হাওয়ার আদর ভেজাতে থাকে।
ওদের ভালোবাসা এড়াতে গরম কাপড়ে 
মুড়ে নিই নিজেকে।গলা ধরে আসে।
পায়ে পায়ে এগিয়ে যেতে যেতে
চেনা নুড়িপাথরের আওয়াজ শুনি।
চলে যাওয়া সাথীদের স্মৃতি ভাবায় !

বাঁকের মুখে শুকিয়ে যাওয়া গাছটা
শুধু মনে করিয়ে দেয়---
যেতে যে হয়ই,
ফেলে রেখে এ পথ,
ফেলে রেখে এ লাঠি---








২.
যদি আবার দেখা হয় পথের বাঁকে


তোমার সকাল আমায় শীতে ভেজালেও
এগিয়ে যাবার রসদ দেয়
জানো, পার্কের বেঞ্চে যখন বসি
ভেজা ভেজা সকাল সারাদিনের জন্য আমায় জাগায়

সারা বাড়ি বিছানায়
আস্তে আস্তে উঠে আসি তোমার টানে
হয়তো পুরনো অভ্যাসে
গলায় জড়িয়ে নিই গরম কাপড়
হাতে উঠে আসে বন্ধু লাঠি

আজকাল কি যে হয়
চোখে জল আসে খুব
চলতে গেলে বুকের কোণে লাগে
পাশের লোকটা আজ আর নেই
লাঠিটা তাকিয়ে তাকিয়ে দেখে শুধু

তুমি কি তাকে একবার
আমার কাছে আনতে পারো
শুধু একবার
হাত ধরে চলবো কয়েকটা মুহূর্ত
সেই গরম হাতের ভালোবাসায় সেকবো নিজেকে
জড়িয়ে ধরে না- বলা কথাটা আজ বলেই ফেলবো—
ভালোবাসি ভালোবাসি
তারপর নাহয় তুমি নিয়ে চলে যেও...
















1 টি মন্তব্য: