হেমন্তের সকাল - ২৬
বিশ্বজিৎ রায়
হেমন্তের সকাল
এক
একসকাল হেমন্ত নিয়ে ছুটে এসেছিলে যেদিন
নিরক্ষরের মতো আমি দাঁড়িয়ে ছিলাম তোমার পাশে
মাছরাঙাদের গান এসে ভিজিয়ে দিচ্ছিল তোমায়---
মাধুকরীতে বেরনোর তাড়না আমার ধীরে ধীরে
মিলিয়ে গেছিল বিলম্বিত মালকোষে...
ঝর্ণার উৎস থেকে যে মাটি নিয়ে এসে
দানা দানা করে ছড়িয়ে দিয়েছিলে বাগানময়,
আজ সেখানে হাওয়া বয় মোহিনী সুগন্ধের
তাকে নিয়েই এখন স্থিতু হয়ে থাকে আমার চলাচল...
দুই
হেমন্তের সকালে তোমাকে দেখলে
একটা নীল ভালোবাসার গল্প জেগে ওঠে,
ব্যাকুল হয়ে ওঠে গোপন অশরীরী ইচ্ছা...
কুয়াশাভেজা মাটির গন্ধ ভেসে আসে,
গাছের পাতায় জেগে ওঠে মায়া-স্পন্দন ---
জলের অনেক গভীরে একটা গল্পের ঘুম ভাঙে,
ঢেউয়ের মাথায় ফুটে ওঠে তার সংকেত —
স্নার সেরে আমি পদ্মাসনে বসি...
খুব সুন্দর
উত্তরমুছুন