প্রকাশিত হল অঙ্কুরীশা-র ১৪২৮ শারদ সংখ্যা
আজ মহাচতুর্থী।। প্রকাশিত হল অঙ্কুরীশা-র শারদীয় সংখ্যা ১৪২৮ শনিবার (৯ই অক্টোবর ২০২১) শিয়ালদহ কৃষ্ণ পদ মেমোরিয়াল হলে পত্রিকাটি আনুষ্ঠানিক প্রকাশ ঘটে। আজ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত ছিলেন মাননীয় কবি ও সাহিত্যিক রতনতনু ঘাটী,আরণ্যক বসু,তাজিমুর রহমান, সন্দীপ দত্ত,রবীন বসু,অজিত বাইরী,সৌমিত বসু,অংশুমান চক্রবর্তী, বিকাশ রঞ্জন হালদার, দুর্গাদাস মিদ্যা, সুধাংশুরঞ্জন সাহা, আবীর গুপ্ত, বিশ্বজিৎ রায়,সন্দীপ দত্ত,সঞ্জয় মুখোপাধ্যায়, বিশ্বেশ্বর রায়, অলোক চট্টোপাধ্যায়, বিকাশ দাস, সোমনাথ রায়,অমিত কাশ্যপ, নিতীশ বিশ্বাস, তপনজ্যোতি মাজি,দেবাশীস মুখোপাধ্যায়, দেবপ্রসাদ জানা,সৌমেন চৌধুরী, দীপা কর্মকার, সুস্মেলী দত্ত,রঞ্জন ভট্টাচার্য,বিশ্বজিৎ রায়,ফটিক চৌধুরী,দীপক বেরা প্রমুখ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন কবি অশোককুমার লাটুয়া মহাশয়।
সম্পাদক বিমল মণ্ডল জানান," পাঠকের আপনজন অঙ্কুরীশা পত্রিকার মতো আরও লিটল ম্যাগাজিনের গুরুত্ব ক্রমশ শ্রীবৃদ্ধি ঘটুক এবং ভালো লেখা পাঠকদের কাছে আরও বেশি বেশি করে পোঁছাক- এটাই লিটল ম্যাগাজিনের সার্থক বলে মনে করি।এখানেই কিন্তু ব্যবসায়ী পত্রিকার সাথে লিটল ম্যাগাজিনের ফারাক।এক্ষেত্রে অঙ্কুরীশা পত্রিকা ব্যতিক্রম নয়।"
পরপর দু'বছর অঙ্কুরীশা পত্রিকা পাঠকের কাছে আপনজন হয়ে উঠেছে এবং নবীন ও প্রবীণ কবি ও সাহিত্যিকরাও অঙ্কুরীশাকে ভালো লেখার উপহার দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামীদিনে আরও আপনারা অঙ্কুরীশা কে এগিয়ে নিয়ে যাবেন এটাই সবার কাছে আশা রেখে অঙ্কুরীশা-র পক্ষ থেকে সবাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
অভিনন্দন ও শুভেচ্ছা। 💐💐
উত্তরমুছুনঅঙ্কুরীশা পরিবারের একজন হয়ে গর্বিত।এত গুণী কবি ও লেখকদের সাথে এই সংখ্যায় আমার কবিতা স্থান পাওয়ায় আমি ধন্য।ধন্যবাদ জানাই সম্পাদক বিমল মন্ডলকে। আন্তরিক আমন্ত্রণ করা সত্ত্বেও উপস্থিত থাকতে পারলাম না বলে সম্পাদকের কাছে ক্ষমাপ্রার্থী।
অভিনন্দন জানাই।
উত্তরমুছুনঅঙ্কুরীশা পত্রিকা একটি সুন্দর ও পরিচ্ছন্ন পত্রিকা।এ বিষয়ে
উত্তরমুছুনসন্দেহের কোন অবকাশ নেই। শারীরিক কারণে উপস্থিত না
থাকতে পারায় মনে খুব কষ্ট পেলাম।সুযোগ্য সম্পাদকদের
হাতে এ পত্রিকার অনেক উন্নতি হবে এই আমার দৃঢ় বিশ্বাস।
কবি বিমল মন্ডল সম্পাদিত অঙ্কুরীশা সাহিত্য পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করি।
উত্তরমুছুনসাড়ম্বরে অঙ্কুরীশা লিটলম্যাগের শারদীয়া সংখ্যার আত্মপ্রকাশে আমরা খুশি। এইভবে ছোটকাগজের বিজয় অভিযান অব্যাহত থাকুক। অজস্র শুভ কামনা।
উত্তরমুছুনভীষণ খুশী হলাম ছবি গুলো দেখে। গতকাল মহা চতুর্থীর দিনে বেশ ধুমধামের সাথে অঙ্কুরীশার শারদীয় সংখা প্রকাশিত হয়েছে। এভাবেই এগিয়ে চলুক পত্রিকাটি। সম্পাদক মহাশয় কে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। - অসীম বিশ্বাস, মুম্বাই।
উত্তরমুছুনঅভিনন্দন জানাই।
উত্তরমুছুন